নওগাঁর আত্রাইয়ে অজ্ঞাত তরুনীর লাশ উদ্ধার
নওগাঁ জেলা প্রতিনিধি- নওগাঁর আত্রাইয়ে আহসানগন্জ ইউনিয়নের, দাঁড়িয়াগাথী গ্রামের রাস্তার পাশে মৃত অবস্থায় অজ্ঞাত এক তরুনীর লাশ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ।
জানাগেছে বুধবার(১৭জুন)সন্ধায় উপজেলার দাঁড়িয়াগাথী গ্রামের রাস্তার পাশে লাল রংয়ের বরকা পরিহিত এবং, হাতে ঘড়ি,পায়ে হিল পরিহিত বয়স আনুমানিক(২৪) এক তরুনীর মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।পরে আত্রাই থানা পুলিশ কে আবগত করলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ টি উদ্ধার করে।
এ বিষয়ে আত্রাই থানা আফিসার ইনচার্জ (ওসি)মোসলেম উদ্দিন বলেন। আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা রেকর্ড করা হবে বলে জানিয়ছেন এই উপজেলা পুলিশ কর্মকর্তা।
রিপোর্ট লেখা পর্যন্ত মৃত তরুনীর পরিচয় সনাক্ত হয়নি।