নওগাঁর বদলগাছিতে ২ অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

নওগাঁ জেলা প্রতিনিধি :
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ জুন) ভোররাতে বদলগাছি সদর উপজেলার চাংলা গ্রামের একটি গভীর নলকূপের ঘরে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছি থানার অফিসার ইনচার্জ চৌধুরী যুবায়ের আহমেদ জানান, বৃহস্পতিবার (০৪ জুন) সকালে খবর পেয়ে একটি গভীর নলকূপের ঘরের ভিতর থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে তাদের নাম ঠিকানা ও পরিচয় জানা যায়নি। লাশ দুটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এবিষয়ে থানায় একটি মামলা রেকর্ড করা হবে বলে জানিয়েছন এই উপজেলা পুলিশ কর্মকর্তা।