খাগড়াছড়িতে পিতা হত্যার অভিযোগে পুত্র গ্রেফতার

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি: পিতা হত্যার অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা শহরের কলাবাগান এলাকায় মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে নিহত মোঃ আলেফ খাঁনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম গ্রেফতার হয়।
মোঃ জাহাঙ্গীর আলম খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙা পৌরসভার কার্য সহকারী ও জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি।
নিহত মোঃ আলেফ খাঁন খাগড়াছড়ি জনতা ব্যাংকের সাবেক ক্যাশিয়ার ও খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলের একাউন্টস অফিসার।
প্রত্যক্ষদর্শী মোঃ জাহাঙ্গীর আলম খাঁনের বড় ছেলে মোঃ আলমগীর খাঁন তার দাদা সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ আলেফ খাঁনের মৃত্যুর জন্য তার নিজ বাবাকে দায়ী করে বলেন, তার বাবা প্রতিদিনি টাকার জন্য দাদাসহ পরিবারের সকলের উপর অত্যাচার চালাতো।
প্রতিবেশীরাও জানায়, অত্যাচার সহ্য করতে না পেরে প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হলে মোঃ জাহাঙ্গীর আলম খাঁন দ্বিতীয় বিয়ে করে। তার অত্যাচারে পরিবারের সদস্যরাও অতীষ্ঠ ছিল। সে মদ খেয়ে বাড়ির মা, বাবা, বোন ও বোন জামাইদের গায়ে হাত তুলতো।
খবর পেয়ে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দি ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলমসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে আসেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মোঃ আলেফ খাঁনের সেজো মেয়ে আনোয়ারা খানম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।