নওগাঁয় দুই স্বাস্থ্য কর্মীসহ নতুন আক্রান্ত ৭ জন

নওগাঁ (জেলা) প্রতিনিধি: উত্তরের জনপদ নওগাঁ জেলায় দুই স্বাস্থ্য কর্মী সহ নতুন আরো ৭ করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
নওগাঁ জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুন্জুর এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন। আজ সন্ধায় আমাদের হাতে মোট ৭ টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৭ টি নমুনা করোনা পজেটিভ এসেছে।
করোনা সনাক্ত রোগীদের সংখ্যা ও উপজেলা সমূহ হচ্ছে রাণীনগর-১ আত্রাই-১ সাপাহার-২ নিয়ামত পুর -২ বদলগাছি-১ এদের মধ্যে ৩জন মহিলা ৪জন পুরুষ , স্বাস্থ্যকর্মীর মধ্যে একজন SACMO একজন MT EPI বলে জানাগেছে।
এ পর্যন্ত জেলা থেকে মোট ১৪৭৫ টি নমুনা প্রেরন করা হয়েছে এর মধ্যে ৮৭০ টির ফলাফল পাওয়া গেছে বলে ও যানান এই ডেপুটি স্বাস্থ্য কর্মকর্তা।
জেলায় এর আগে চার দফায় মোট ৫৩ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয় ।
এপর্যন্ত জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬০ জন। হোম কোয়ারেনটিনে আছে ১৪৪২জন ব্যাক্তি । প্রতিষ্ঠানিক কোয়ারিনটিনে আছেন ৩৬ জন।