করোনাতে খাদ্য উৎপাদনে কৃষকের সাথে কাজ করেন মতিন সৈকত

নিজস্ব প্রতিবেদকঃ-
করোনা ভাইরাসে বিশ্ব এখন লণ্ডভণ্ড । বাংলাদেশ ও চরম ঝুঁকির মধ্যে। ইতিমধ্যে বাংলাদেশে কয়েক হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ১৭০জন মারা গেছে। সরকার জনগণের নিরাপত্তায় সারাদেশ লকডাউন করে দিয়েছে। বৈশ্বিক কৃষি উৎপাদন হুমকির মধ্যে।
বাংলাদেশের মানুষ লকডাউনে থাকলেও তাদের খাদ্য উৎপাদনের কাজ করে কৃষক। ক্ষেতে-খামারে ফসল উৎপাদনের জন্য বিপদ উপেক্ষা করে ও কৃষক কাজ করছে।
কৃষক যেনো নিরাপদে থেকে ফসল উৎপাদন করতে পারে তাদের সহযোগিতা দিচ্ছেন কৃষিতে দুইবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত মতিন সৈকত।
তিনি ফসলের মাঠে ঘুরে ফিরে তাদেরকে নিরাপত্তার বিষয়ে সতর্ক করে দৃষ্টান্ত স্হাপন করেছেন।