রাজারহাটের ছিনাই ইউনিয়নে সেফটি ট্যাংক দুর্ঘটনা ও উদ্ধার

রাশেদ রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-
আজ কুড়িগ্রামের রাজারহাটে ছিনাই ইউনিয়নের ছিনাইহাট বড়গ্রামের মোঃ মোজাম্মেল হক, পিতা-মোঃ ময়েন উদ্দিন এর বাড়িতে সেফটি ট্যাংক খননের সময় আনুমানিক বেলা ১২.০০ টার সময় প্রায় ১৫ ফিট গভীরে মাটি ধ্বসে খননকারী একই গ্রামের ১। মোঃ মোক্তার অালী, পিতা-মোঃ মকবর অালী এবং ২। মোঃ অামিনুর ইসলাম, পিতা- মোঃ মজুল হক আটকা পড়েন।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন ঘটনা অবগত হওয়ার তিনি সহ, AC Land Rajarhat, রাজারহাট থানার ওসি, কুড়িগ্রাম সদর ফায়ার স্টেশনের ২ টি ইউনিট, বাংলাদেশ রেডক্রিসেন্ট মেখলি কমিউনিটি ছিনাই ঘটনাস্থলে উপস্থিত হন।
দীর্ঘ প্রায় ৪ ঘণ্টা ধরে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে অক্লান্ত প্রচেষ্টার পর বিকেল ৪.০০ টার দিকে আটকে পড়া শ্রমিক/খননকারীদের উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পর খননকারী মোঃ আমিনুর রহমানকে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
খবর নিয়ে জানা গেছে, তিনি সুস্থ আছেন। অপর খননকারী মোঃ মোক্তার আলী বর্তমানে বাড়িতেই আছেন, সুস্থ।