মহামারী করোনায় মাসজিদের তুলনায় বাসায় সালাত আদায় ফজিলতপূর্ণ

নিজস্ব প্রতিবেদনঃ-
মহামারী করোনার ব্যাপক বিস্তারের ফলে মাসজিদে গণ-জামায়াতে যাওয়ার চেয়ে বাসায় জামায়াতে সালাত আদায় করা ফজিলত পূর্ণ।
ইসলাম সরল পথ দেখায় ও সহজকে পছন্দ করে।
তাছাড়াও আমরা যদি ইসলামকে পুঙ্খানোপুঙ্খভাবে বিশ্লেষণ করি তাহলে এটা প্রমাণিত হয় যে, আল্লাহ ও তার রাসূল (সাঃ) যখন যে নির্দেশনা দিয়েছেন সেটা পালন করাই ইবাদাত। আবার যখন যে নিষেধাজ্ঞা দিয়েছেন সেটা মেনে চলাই খোদা ভীরুতা।
যেমন আল্লাহ শাহরুর রমাদানে রোজাকে ফরজ করেছেন। আবার ঈদের দিনে রোজাকে হারাম করেছেন।
আল্লাহ মুসলিম উম্মাহার জন্য সালাতকে ফরজ করেছেন। আবার সুনির্ধারিত সময়ে হারাম করেছেন।
এখানে আল্লাহর নির্দেশগুলো পালন করা যেমন ফরজ, ঠিক তেমনি আল্লাহর নিষেধগুলো থেকে বিরত থাকাও ফরজ।
অতএব, সাধারণত মাসজিদে জামায়াত আদায় করা যেমন ফজিলতপূর্ণ, ঠিক তেমনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীর সময় মাসজিদের গণ-জামায়াত থেকে বিরত থাকা ফজিলতপূর্ণ।
এমতাবস্থায় মাসজিদের গণ-জামায়াতের চেয়ে বাসায় সালাত আদায় করা সাওয়াব বেশি।