উত্তর ওয়াছেকপুরে ১৫০ পরিবারে ত্রান পৌছায় দিলো যুবকেরা

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
উত্তর ওয়াছেকপুর যুব- কল্যান পরিষদের উদ্যোগে ১৫০ পরিবাবের মাঝে ৫ দিনের খাদ্য সামগ্রী বিতরণ।
কোভিড -১৯ করোনা ভাইরাসের কারণে দেশের চলমান অচল অবস্থায়, নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার অন্তর্গত ৫ নং অম্বরনগর ইউনিয়নে, উত্তর ওয়াছেকপুর যুব-কল্যান পরিষদের উদ্যোগে ১৫০ দুস্ত-অসহায় পরিবারের মাঝে ১২-০৪-২০ তারিখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে প্রত্যেকের ত্রান সামগ্রী নিজ নিজ বাড়িতে গিয়ে পৌছে দেওয়া হয়েছে।
উল্লেখ যাদের অক্লান্ত পরিশ্রমে এই পুরোটা কর্মকান্ড সফল হয়েছে তারা হলেন, সৈয়দ ফুয়াদ, মোঃ বাবলু,মোঃ সোহেল, সৈয়দ হাসানুল করিম ফারজু,মোঃ সুমন, সৈয়দ ফরহাদ, সৈয়দ শিহাব সহ এলাকার আরো অনেক যুবক।
তারা আরো বলেন, দেশের চলমান অবস্থা যদি আরো সংকটাপন্ন হয় ইনশাআল্লাহ আমরা আমাদের এইরকম সামাজিক দায়াদ্ধতা থেকে আরো বড় উদ্যোগ নিব।