খাগড়াছড়িতে ২ যুবকসহ ৬ সদস্যের পরিবার কোয়ারেন্টিনে

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়িঃ
করোনা মহামারির ক্লাস্টার এরিয়া নারায়ণগঞ্জ থেকে পানছড়িতে আসা ২ যুবকসহ ৬ সদস্যের পরিবারকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
১০ এপ্রিল (শুক্রবার) নারায়ণগঞ্জ থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার নিজ বাড়িতে এসে আত্মগোপনে থাকে ২ শ্রমিক। প্রশাসন বিষয়টি জানতে পেরে শনিবার দুপুরে পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টিনে তাদের পাঠানো হয়।
পানছড়ি থানার ওসি দুলাল হোসেন জানান, নারায়ণগঞ্জ ফেরতদের কথা জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় তাদেরকে কোয়ারেন্টিনে নিয়ে আসা হয়েছে। উপজেলা প্রশাসন তাদের খাবার-দাবারসহ সার্বিক সহযোগিতা দিচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা জানান, তাদের আপাতত স্বাস্থ্যগত কোন সমস্যা নেই। ১৪ দিন তারা কোয়ারেন্টিনে থাকবে। এর মাঝে সর্দি, কাশি, জ্বর দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে।