কলমাকান্দা শুনই এ ক্ষমতার জোর দেখি অবৈধভাবে খনন করা হচ্ছে পুকুর

স্টাফ রিপোর্টার,নেত্রকোনা:: কলমাকান্দা শুনই এলাকার ভূমিদস্যুরা ক্ষমতার জোর দেখিয়ে অবৈধভাবে বিভিন্ন সরকারী খাল দখল করে খনন করছে পুকুর।
অত্র উপজেলাধীন ৩নং পোগলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভূমিদস্যু মোঃ আলী আকবর (৬৫) বাড়ির পাশের সরকারী খাল অবৈধভাবে দখল করে খনন করছে পুকুর।
স্থানীয়সূত্রে জানা যায় প্রায় ৫০ একর ফসলি ভূমির ধান এই খাল দিয়েই আসে।আমাদের এই বন্যা কবলিত এলাকায় এই খালগুলোর খুব প্রয়োজন।এভাবে সব খাল বন্ধ হয়ে গেলে আমরা কৃষকরা কী করব।এলাকার ভূমিদস্যুরা ক্ষমতার জোর দেখিয়ে অবৈধভাবে সরকারী খাল বন্ধ করে খনন করছে পুকুর।এলাকাবাসী কেউ বাধা দিলে তাদের নানা রকম হুমকিও দিচ্ছে।
৩নং পোগলা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ মতিউর রহমান জানান, আমার কাছে সকল কাগজপত্র আছে। বর্তমান বি,আর,এস খতিয়ান নং-১,দাগ নং ২৪১৭,জে,এল নং- ১৫৭, মৌজা-বেখরীকান্দা শুনই।এই জমি সরকারী খাস।কিন্তু বার বার প্রতিবাদ করা সত্তেও কোন পাত্তাই দিচ্ছে না,এছাড়াও নানা রকম হুমকি দামকিও দিচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউ,পি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (রফিক) জানান,উনি খাল বন্ধ করতে পারেনা, তবে আমি বিষয়টা খতিয়ে দেখছি।