কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় রিক্সা চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। (২এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে এগারো টায় কুড়িগ্রাম সদরের জিয়া বাজার এলাকায় দ্রুতগামী ট্রাক রিক্সা চালককে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রিক্সা চালকের মৃত্যু হয়। নিহত রিক্সা চালক জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মৃত- ইয়াজ উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম। রিক্সা নাম্বার বেলগাছা ইউনিয়ন, অটো রিক্সা লাইসেন্স নাম্বার ৯০১।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান বলেন ট্রাকের কোন সন্ধান পাওয়া যায় নি।