মহালছড়িতে জীপ গাড়ি উল্টে ড্রাইভার সহ ১৬ জন আহত

স্টাফ রিপোর্টার খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় জীপ গাড়ি উল্টে ড্রাইভার সহ ১৬ জন আহত হয়েছে।
১৭ মার্চ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪ টার দিকে মহালছড়ি থেকে বাকছড়ি গামী একটি জীপ মহালছড়ি সিংগিনালার কাপ্তাই পাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গেলে দূর্ঘটনায় পরে ড্রাইভার সহ ১৬ জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় গাড়ির ড্রাইভার সহ ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়িতে রেফার করা হয়েছে। আহতদের মধ্য ৭ জন পুরুষ ও ৯ জন মহিলা রয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন তুলারঞ্জন চাকমা(৬৫), পিতা- মিত্র চাকমা, সিলন্যা, সাগর হোসেন (২০) চালক, পিতা- কবির হোসেন, কুমিল্লা টিলা, সুস্মিতা চাকমা(৮), পিতা- ননিয়া চাকমা, মরাচেঙ্গী, নানিয়ারচর, সুপ্রিয়া চাকমা(৩০), স্বামী- ননিয়া চাকমা, মরাচেঙ্গী নানিয়ারচর, রাখী চাকমা(৩২), স্বামী- রিন্টু চাকমা,মরাচেঙ্গী নানিয়ারচর, ধন চাকমা(৩৩), সেবাকিষ্ট চাকমা, বাকছড়ি নানিয়ারচর, নিরুবালা চাকমা(৫২), পিতা- নারায়ন চাকমা, করল্যাছড়ি,নানিয়ারচর, পুষ্পরাণী চাকমা(৫০), স্বামী- মিগ্ররঞ্জন চাকমা, বাকছড়ি নানিয়ারচর৷ রুপন কান্তি চাকমা(৫৬), পিতা- দয়াল কান্তি চাকমা, সিলন্যা,নানিয়ারচর, চম্পাপতি চাকমা(৪৩),স্বামী- শান্তিরঞ্জন চাকমা, বাকছড়ি নানিয়ারচর, পদ্মসোনা চাকমা(৩৮), স্বামী-যমুনাসুত্র চাকমা, সিলন্যা নানিয়ারচর, মায়াসোনা চাকমা(৫৬), স্বামী- পলিন বিহারী চাকমা, বাকছড়ি নানিয়ারচর, এন্টি চাকমা(২৩), স্বামী- রুপায়ন চাকমা, মরাচেঙ্গী, নানিয়ারচর, স্বরণ চাকমা(৫৮), পিতা- টুক্যা চাকমা,মরাচেঙ্গী, নানিয়ারচর, রিন্টু চাকমা(৩৮), পিতা-বিনোদ বিহারী চাকমা, মরাচেঙ্গী, নানিয়ারচর, নারায়ন চাকমা(৭৪), পিতা-ধন চাকমা, মরাচেঙ্গী, নানিয়ারচর।
মহালছড়ি স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল এসিস্ট্যান্ট অফিসার রুপময় তংচঙ্গা বলেন, আহত ৫ জন রোগীকে খাগড়াছড়ি সদর হসপিটালে রেফার করা হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই আপাতত আশংকা মুক্ত বলে জানিয়েছেন তিনি।