প্রতিবন্ধী কিশোরীদের নিয়ে তিন দিনব্যাপী প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :
কারিতাস সিলেট আঞ্চলিক অফিসের উদ্যোগে “বাংলাদেশের প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের নিয়ে সমাজকল্যাণ, শিক্ষা এবং স্বাস্থ্য উন্নয়নে অভিগম্যতার সক্ষমতা” এসডিডিবি প্রকল্পের আর্থিক সহায়তায় প্রতিবন্ধী কিশোরীদের নিয়ে তিন দিনব্যাপী প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়ন, রাজঘাট ইউনিয়ন এবং কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের প্রতিবন্ধী নারী ফোরামের কিশোরীরা অংশ গ্রহন করে। গত ২৬ ফেব্রুয়ারি হতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কারিতাস সিলেট আঞ্চলিক অফিসে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন কারিতাস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক যোয়াকিম গমেজ। এ সময় প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন কারিতাস সিলেট অঞ্চলের সক্ষমতা প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা বনিফাস খংলা। এতে প্রতিবন্ধী কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও তার প্রয়োজনীয়তা, কৈশোরকালীন পরিবর্তনসমূহ, ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা, মানব প্রজননতন্ত্রের পরিচিতি ও কাজ, যৌন বিষয়ক ঝুঁকিপূর্ণ আচরণ ও জীবন দক্ষতা, উত্ত্যক্ত করা ও যৌন নিপীড়ন বা নির্যাতন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ সহায়ক ছিলেন কারিতাস সিলেট অঞ্চলের আরসিএইচডিপি প্রকল্পের সহকারী মাঠ কর্মকর্তা ডামিনট সুছেন এবং. খ্রিস্টিনা নকরেক।