গোলাপগঞ্জে অজ্ঞাত মস্তকবিহীন অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি :: গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর ঘনশ্যাম এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত মস্তজবিহীন অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে এলাকাবাসী লাশটি দেখে পুলিশকে খবর দেয়।
এসময় লাশটি দেখতে বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক জনতা ভিড় জমান। মস্তকবিহীন হওয়ায় লাশটি কেও চিনতে পারছেন না।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, লাশের পরিচয় এখনো পাওয়া যায় নি। সেখানে পুলিশ অবস্থান করছে।