গোলাপগঞ্জের বাগলায় আল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বাদেপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী বাগলা গ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আল-ইখওয়ান পরিষদ বাগলার উদ্যোগে বয়স্ক ও যুবকদের ফ্রি আল-কোরআন শিক্ষা এবং বাগলা ইসলামী শিশু শিক্ষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় এক মিলানায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কুদরত উল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মিফতাহ উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কোরআনের রঙে জীবনকে রাঙাতে হবে বর্তমান এই কঠিন সময়ে কোরআনের পথে চলা কষ্টকর হলেও এর মাধ্যমে ইহকালের মুক্তি পাওয়া যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানের কারী আব্দুল্লাহ আল মামুন।
আরো উপস্থিত ছিলেন আল- ইখওয়ান পরিষদের সকল নির্বাহী সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সফল করার জন্য পরিষদ ও এলাকার সচেতন নাগরিক বৃন্দের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন সংগঠনটি।