টেলেন্টপুল বৃত্তি পেলো পানছড়ির শ্রেয়সী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি: প্রাথমিক শিক্ষা (পিইসি) সমাপনীর ফলাফলে পানছড়ি উপজেলার শ্রেয়সী দেব টেলেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এই মেধাবী ছাত্রীর বাবা-মা দু’জনই বিদ্যালয় শিক্ষক।
তার বাবার নাম বিজয় কুমার দেব তিনি পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং তার মায়ের নাম বৃন্দা দেবী তিনি সূতকম্মা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক । মেয়ের অর্জিত সাফল্যর খবরে তারা দুজনেই খুশী।
শ্রেয়সী খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ভর্তি হয়েছে । সকলের আর্শিবাদ নিয়ে ভবিষ্যতে জেএসসি, এসএসসি ও এইচএসসিতে ধারাবাহিকভাবে ভালো ফলাফল করার আশা রাখছেন তিনি।