আজ অমর একুশে ফেব্রুয়ারি – কবি.ডা.ফখরুল ইসলাম খান

আজ অমর একুশে ফেব্রুয়ারি
কবি.ডা.ফখরুল ইসলাম খান।
স্মরণে শহিদদের প্রভাত বেলার সঙ্গিত
দেখেছো,একুশের মিছিল অলিতে- গলিতে
চলো যাই শহিদ মিনার
যেতে যেতে গলে যাই বরফের মতো
পুষ্পে পুষ্পে ঘেরা
সঙ্গীতে সঙ্গীতে জড়ো হওয়া শহিদ মিনার।
সেই বায়ান্নের কথা
বিনিময়ে যায়নি হারিয়ে
অ,আ, ক,খ……
দেহের গভীরে মিশে থাকা মায়ের ভাষা
কেড়ে নিতে চেয়েছিল
আজ অমর একুশে ফেব্রুয়ারি।