দাউদকান্দিতে ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগ অসহায়, দুস্থ ও শীতার্তদের মধ্যে প্রায় আড়াই শতাদিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় স্হানীয় কার্যালয়ে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি ফাউন্ডেশনের উপদেষ্টা রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত কৃষি ও পরিবেশ সংগঠক অধ্যাপক মতিন সৈকত কম্বল বিতরণের সময় বলেন বিত্তশালীদের আন্তরিকতা এবং মানসিক ধনাঢ্যদের একটু সহযোগিতা দুস্থ মানুষের জন্য যোগায় ভালবাসা।
আয়োজনের মূল উদ্যোক্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম মিজান জানান নিঃস্ব মানুষের অনটন হৃদয় দিয়ে উপলব্দি করি এবং তাদের জন্য বন্ধুদের সহযোগিতা নিয়ে হলেও পাশে দাড়াই। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন বিনামূল্যে ও কম খরচে চক্ষুসেবা, গাছের চারা বিতরণ ও রোপণ, বাল্যবিয়ে ও যৌতুকপ্রথা বাতিল, শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মাদক বিরোধী প্রচারণা, নিরাপদ সড়কের জন্য জনসচেতনতা, নারীদের নিয়ে উঠান বৈঠক, মহাসড়কে পরিবেশ সুরক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্নতার কার্যক্রম, দেশের বিভিন্ন জেলায় ঐতিহ্য ভ্রমণ এবং গুণীজন সম্মাননাসহ সামাজিক সচেতনতামূলক নানা কার্যক্রমের আয়োজন করে আসছে।