রাজারহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কুদ্দুস

মোস্তফা কামাল, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের মেদনীপুর এলাকায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিক এর নিজ উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামানিক, খন্দকার আইয়ুব আলী, আঃ রহিম, সাংবাদিক আইয়ুব আলী আনছারী প্রমুখ। এছাড়া ও উপস্থিত ছিলেন এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী।