রাজারহাটে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ১১ অক্টোবর ষষ্ঠীপূজা দিয়ে শুরু হয়ে তা চলবে ১৫ অক্টোবর দশমির দিন পর্যন্ত। এ উপলক্ষে প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মৃৎশিল্পীরা। ইতিমধ্যে মূর্তি নির্মাণ শেষ হয়েছে। এখন শুধু রং-তুলির আঁচড়ে দুর্গতিনাশিনীর রূপ ফুটিয়ে তোলার অপেক্ষা। সব মিলিয়ে প্রতিমা শিল্পীদের এখন দম ফেলার সময় নেই।
রাত-দিন পরিশ্রম করে নিপুণ হাতে মূর্তি গড়ার কাজ করছেন শিল্পীরা। নির্ধারিত সময়ের আগেই প্রতিমা বুঝিয়ে দিতে চেষ্টা করছেন তারা। রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার,নীলেরকুঠি, ঘড়িয়ালডাঙ্গা সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শিল্পীদের নিপুণ হাতে চলছে প্রতিমা তৈরির কাজ। মনের মাধুরী মিশিয়ে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা দেবীকে। পাশাপাশি চলছে সরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা তৈরির কাজ। দুর্গোৎসব ঘনিয়ে আসায় রাজারহাটে যেন দম ফেলার ফুরস ত নেই কারিগরদের। লকডাউন শিথিল হওয়ায় এবার কাজের চাপ বেশি।
রাজারহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রবীন্দ্র নাথ কর্মকার বলেন, এবার রাজারহাট উপজেলায় ৭টি ইউনিয়নে ১২৮ টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা।