জুড়ীতে উপজেলা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে পরিবেশমন্ত্রীর জন্মদিন পালন

জুড়ী প্রতিনিধি::
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাখিয়ালা গ্রামে জন্মগ্রহণ করেন।
পরিবেশমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার পর মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে জন্মদিন পালন করা হয়।
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি ঢাকাস্থ নিজ বাসা থেকে লাইভ ভিডিও কলে সংযুক্ত হয়ে ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় তিনি সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করেন।
স্থানীয় একটি জনমিলনকেন্দ্রে জুড়ী উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদের উপস্থিতিতে পরিবেশমন্ত্রীর জন্মদিন পালিত হয়।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি হাসান তারেক,যুগ্ম-সাধারন সম্পাদক জুয়েল রানা,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহাব উদ্দিন সাবেল,কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক,সাধারনা সম্পাদক গৌতম দাশসহ উপজেলা ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ।