আলোর বাহন সংগঠনের উদ্যোগে কোরআন-এর পাখিদের মাঝে কম্বল বিতরণ।

মোঃ সিরাজুল ইসলাম সুপ্ত,হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর এতিমখানায় হোমনা-তিতাস সমন্বয় স্বেচ্ছাসেবী সংগঠন আলোর বাহন-এর আয়োজনে এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর বাহনের উদ্যোগে মোহনপুর এতিমখানায় শীতার্ত এতিম ছাত্রদের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়।
আলোর বাহন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন এর সঞ্চালনায় আলোর বাহন সংগঠনের সভাপতি মো. সিরাজুল ইসলাম সুপ্ত’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান অতিথি মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক মিয়া সরকার, বিশেষ অতিথি মোহনপুর এতিমখানা মাদ্রাসার পরিচালক মো. মকবুল মাহমুদ প্রধান, আলোর বাহন সংগঠনের দপ্তর সম্পাদক এবাদুল ইসলাম মিলন, মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম প্রমুখ।
শীতবস্ত্র বিতরণে সার্বিক তত্বাবধানে ছিলেন আলোর বাহন সংগঠন এর প্রতিষ্ঠাতা মো. নাজিরুল ইসলাম মামুন।
গত কয়েকদিনের চলমান শীতে কোরআনের পাখিদের কষ্ট দেখে সংগঠনের অর্থায়নে আলোর বাহন এই কম্বল বিতরণ দৃষ্টান্ত স্থাপন করেছে।