দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে চান্দিনায় স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আলিফ মাহমুদ কায়সার,কুমিল্লা প্রতিনিধিঃ
দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চান্দিনায় মানববন্ধন সেই সাথে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক সংগঠন ।
৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে চান্দিনার উপজেলার হাজারো স্বেচ্ছাসেবী সংগঠনের উপস্থিতিতে চান্দিনা পালকি সিনেমা প্রাঙ্গণ হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ ফটকে মানববন্ধনে উপস্থিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-
আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা ব্লাড ব্যাংক এর সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক আলা উদ্দিন, আশার আলো মানব কল্যান এবং রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাঈদ,রংধনু ব্লাড ড্রাইর্ভাস এর প্রতিষ্ঠাতা সভাপতি এম কে আমির হোসেন,বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংক চান্দিনা শাখার সভাপতি শাহপরান,
নিমসার ব্লাড ব্যাংকের সভাপতি ইয়াছিন,সাধারন সম্পাদক নিহা ইসলাম। পথ শিশু কল্যান ফাউন্ডেশন চান্দিনা শাখার সভাপতি আল-আমিন।
বক্তারা, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে আইন পাশসহ ধর্ষকদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বয়কট করার দাবি জানান।
এ সময় বক্তারা আরোও বলেন, নারী নির্যাতনকারী ও ধর্ষকরা মানুষ নামের কলংক, এদের কোন সমাজ নেই, কোন দল নেই। সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন তাকে দ্রুততার সাথে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
উক্ত মানববন্ধনে নারী নেত্রী শাহিনা আক্তারের সভাপতিত্বে এ সময় আরোও উপস্থিত ছিলেন
বাংলাদেশ একতা সমাজ কল্যাণ সংগঠন এর সাংগঠনিক সম্পাদক মাইশা রহমান,
মানব কল্যান সংগঠন এর সভাপতি আল আমিন।
আমরা মানবতার ফেরিওয়ালা এর সভাপতি মন্জুল ইসলাম,দাউদকান্দি পাবলিকিয়ান এর সভাপতি আনিছুর রহমান,মানবতার সেচ্ছায় রক্তদান এর সভাপতি সিহাবুল ইসলাম,উই আর বাংলাদেশ সংগঠনের প্রতিনিধি হৃদয় আহমেদ,গোল্ডেন সোসাইটির সভাপতি শরিফ,মুরাদনগর ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি কালাম,বিপ্লবী একুশ কুমিল্লার সভাপতি তানিম,শামসুল হক মোল্লা স্কুল এন্ড কলেজ মানব কল্যান পাঠাগার এর সভাপতি মাজহারুল ইসলাম, বামুটিয়া সংগঠন, ইচ্ছে পূরন রক্তদান সংস্থার বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।