পৌরসভার নির্বাচনে ৩ নং ওয়ার্ড,কাউন্সিলর প্রার্থী হতে আগ্রহী ইউসূফ আলী।

মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
আসন্ন মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডবাসীর সেবা করার জন্য কাউন্সিলর পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক ইউসূফ আলী হাওলাদার।পৌরবাসীর সেবা করার মহান উদ্দেশ্যেকে সামনে রেখে ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি। এলাকাবাসীর সমর্থন পেলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে চান তিনি। পাশাপাশি ওয়ার্ড বাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে যা কিছু করা প্রয়োজন সবকিছুই তিনি করবেন বলে এ প্রতিবেদককে বলেন ইউসূফ আলী।৩ নম্বর ওয়ার্ডের কবর স্থান রোডের
বাসিন্দা খলিলুর রহমান বলেন,আমরা কোন রকম সমস্যার সম্মুখীন হয়ে তার শরণাপন্ন হলে,তাৎক্ষণিকভাবে আমরা সমস্যার একটি সমাধান পাই,আরো বলেন তরুণ নেতৃত্বের প্রয়োজন।ইউসূফ আলী নিঃসন্দেহে একজন ভালো মানুষ।আমরা নির্বাচনের বিষয়ে আমরা তাকে আশ্বস্ত করেছি,আমরা তার পাশে থাকবো।তিনি আরো জানান,পৌর নির্বাচনে তরুন প্রজন্মের নেতৃত্ব আসুক। কারন তরুনরাই পারে সমাজ উন্নয়নে কাজ করতে।