রাজশাহীতে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাণ্টু মিয়া আটক

সুজন রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে এক হাজার ছয়শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে নগরীর শিরোইল বাস টার্মিনালের একতা বাস কাউণ্টারের সামনে রাস্তার ওপর থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মাণ্টু মিয়া (৫৫)। তিনি চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের মৃত সাজেমান আলীর ছেলে।
এ অভিযানে নেতৃত্ব দেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন। এ ব্যাপারে ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আটককৃত ব্যক্তি শ্রমিক ছদ্মবেশে এসব ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকা যাচ্ছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।