ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবি’র অভিযানে ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

জহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেন্সিডিলসহ চিহ্নিত ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ. পিপিএম (বার) জানান জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান বিপিএম (সেবা) ময়মনসিংহের নির্দেশে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারিধারাবাহিকতায় এসআই মোঃ কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ৩০/০৮/২০২০ তারিখ সকাল ৯.১০ ঘটিকার সময় শম্ভুগঞ্জ থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ রঘুরামপুর (হাইস্কুল পাড়ার) মৃত-ঈমান আলীর ছেলে মোঃ সাইদুল ইসলাম (২৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।