শোক দিবস উপলক্ষ্যে কোস্ট ট্রাস্ট এর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত..

স্টাফ রিপোর্টার ( কক্সবাজার)
১৫-ই আগস্ট ২০২০ ইং রোজ শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা “কোস্ট ট্রাস্ট” এর উখিয়া রিলিফ অপারেশন সেন্টারে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শোক দিবস উপলক্ষ্য স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। আলোচনা সভা’র সভাপতিত্ব করেন উখিয়া কোস্ট ট্রাস্ট রিলিফ অপারেশন সেন্টার-এর টিম লিডার জনাব মো: রেজাউল করিম। অালোচনা সভায় বক্তব্য রাখেন কোস্ট শিক্ষা প্রকল্প ব্যবস্থাপক জনাব জসীম উদ্দিন মোল্লা,শিক্ষা প্রকল্পের একাউন্টস ও এডমিন অফিসার জনাব শরিফুল ইসলাম ভূঁইয়া,কোস্ট ইউথ প্রকল্প ব্যবস্থাপক জনাব দীলিপ কুমার ভৌমিক সহ বিভিন্ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা। বক্তব্যে বক্তারা জাতীর জনক বঙ্গবন্ধু’র সংগ্রামী জীবনযোদ্ধের ইতিহাস তুলে ধরেন। বক্তারা বাংলার মানুষের জন্য বঙ্গবন্ধুর যে অবদান তা তুলে ধরে বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অন্তরে চিরদিন অম্লান হয়ে থাকবেন”। বক্তারা, ১৯৭৫ সালের ১৫-ই আগস্ট শহীদ হওয়া বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সবাই অফিসের অাঙিনায় ও পার্শ্ববর্তী জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। সবশেষে মুক্তিযুদ্ধকালে সকল শহীদ ও বঙ্গবন্ধু’র পরিবারের শহীদদের জন্য দোয়া চেয়ে এবং উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সভাপতি জনাব মো: রেজাউল করিম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।