অপেক্ষার পালা শেষ, সাগরে শুরু মৎস্য শিকার

নিজস্ব সংবাদদাতা :: সাগরে মাছ ধরায় ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়ে আসায় ফের জাল ফেলার অপেক্ষায় খোশ মেজাজে কক্সবাজারের জেলেরা।
মৎস্য সম্পদ উন্নয়নে ২০ মে থেকে ৬৫ দিন মাছ ধরা বন্ধে সরকারি নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে ফের মৎস্য শিকারে বের হবেন জেলেরা।
টানা এতদিন মৎস্য শিকার বন্ধ থাকায় অনেক কষ্টে দিন গেছে। তার উপর করোনার দুর্যোগ। সবমিলিয়ে অনেক দুঃখ-কষ্টে পরিবার পরিজন নিয়ে দিন কাটাতে হয়েছে।
নুনিয়ারছড়া হাঙ্গর মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু বলেন, দীর্ঘদিন ধরে মৎস্য শিকার বন্ধ থাকায় যে হতাশা নেমে এসেছিল বৃহস্পতিবার থেকে মৎস্য শিকার পুনরায় শুরু হলে তা কেটে যাবে।
এদিকে, বৃহস্পতিবার রাত ১০টা থেকে মাঝি-মাল্লারা মাছ শিকারে যেতে পারবেন বলে জানান কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. খালেকুজ্জামান।