উখিয়ায় সড়কে এনজিওর মালবাহী ট্রাক গর্তে আটকে আছে

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
উখিয়া স্টেশনের মহাসড়কে একরাম মার্কেটের সামনে আজ ১৮ জুলাই শনিবার দুপুর ২ টা থেকে এনজিওর মালবাহী এই ট্রাকটি গর্তে আটকে যায়। এই রিপোর্ট লিখা পর্যন্ত অর্থাৎ রাত সাড়ে ৮টার পরও গাড়িটি সরানোর উদ্যোগ নেয়নি কেউ।
মহাসড়কের সংস্কার কাজ চলমান থাকায় ভারী বর্ষণের কারণে সড়কে প্রচুর কাদা ও গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে প্রতিদিন মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট বড় যান উল্টে যাওয়ার ঘটনা ঘটতেছে।
এ নিয়ে প্রতিদিন যানজট সৃষ্টিসহ জনজীবন দুর্বিষহ হয়ে পড়ছে। এলাকার সচেতন মহল জানান, কখন নিরসন হবে আমাদের দুর্ভোগ।