নওগাঁর বদলগাছী তে ৬০ বোতল ফেন্সিডিল সহ আটক ২

নওগাঁ জেলা প্রতিনিধি-
নওগার বদলগাছী তে ৬০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ আলীম হোসেন(৪০) ও মোঃ জুয়েল হোসেন (২৫) নামের দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ(ওসি)চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন। সোমবার গভীর রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামন পাড়া বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। চন্দ্রকোলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ আলিম হোসেন (৪০)ও দারিসন গ্রামের মৃত জালাল হোসেনের ছেলে মোঃ জুয়েল হোসেন (২৫)কে ৬০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ আটক করা হয়েছে।
অফিসার ইনচার্জ(ওসি) র নির্দেশে অভিযান পরিচালনা করেন। এসআই সাদ্দামুর রহমান, এসআই গৌরাঙ্গ, এ এস আই ইকবাল,এএসআই মিলন কুমার রায়।