নওগাঁর আত্রাইয়ে বিষপানে গৃহবধূর মৃত্যু

নওগাঁ (জেলা) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বিষা ইউনিয়নের ফল উলমা গ্রামের তারা বেগম (২৮) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।
সোমবার(১৩ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, সোমবার সকালে নিজ শয়ন কক্ষে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তারা বেগম। পরিবারের লোকজন বিষয়টি অবগত হলে তাৎক্ষনিক আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে দুপুর এক টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন গৃহবধূ তারা বেগম।
তারা বেগম(২৮) উপজেলার ফালা উলমা গ্রামের হারেজ এর স্ত্রী।
আত্রাই থানার অফিসার ইনচার্য মোঃ মোসলেম উদ্দিন বলেন নিহত তারা বেগমের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।