মোংলায় ৮ জন করোনা শনাক্ত

মোংলা(বাগেরহাট)প্রতিনিধিঃ
মোংলা উপজেলায় নতুন করে আরো পাঁচজন করোনা রোগী সনাক্ত হয়েছেন,এনিয়ে মোংলায় মোট ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতোষ বিশ্বাস জানান,মোংলা শহর এলাকার ৩ নং ওয়ার্ডের ময়লাপোতার মোড়ে এ বসবাসকারী আবুল বাশার খান এর পুত্র আজিজুল হক ( ২২),৪ নং ওয়ার্ডের মাধবী কোলনীর মিজানুর রহমান( ৫১),রুহুল আমিন(৩০),সেলিনা ( ৫৩),মেহেরুন মুনতাহা( ১৯)করোনা উপসর্গ নিয়ে গত ২৬ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের নমুনা দেন।নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখান থেকে ২৮ জনু রবিবার সকালে রিপোর্টে এই পাঁচজনেরই করোনা পজিটিভ এসেছে।পাঁচজনই এখন তাঁদের নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।উপজেলা নিবার্হী অফিসার মো: রাহাত মান্নান বলেন,করোনা আক্রান্তদের বাড়ি ইতিমধ্যে লকডাউনসহ তাদেরকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।