গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদকে পৌর মেয়রের মাস্ক প্রদান

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদকে পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের পক্ষ থেকে ১ হাজার মাস্ক প্রদান করা হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে সংগঠনের আহবায়ক তারেক আহমদ চৌধুরী ও সদস্য সচিব সাবের হোসেন নয়নের হাতে ১ হাজার মাস্ক তুলে দেন মেয়র।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল জলিল।
পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, উপজেলার সকল সামাজিক সংগঠনকে এক প্লাটফর্মে দেখে আমার খুব আনন্দ লাগতেছে। কঠিন মহামারি করোনার সময় উপজেলায় বিভিন্ন সামাজিক সংগঠন অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছে।
তিনি বলেন, উপজেলার মানুষ যাতে করোনা ভাইরাস থেকে বাঁচতে পারে সে জন্য আমার এই উপহার প্রদান করলাম।